ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস

|

ছবি: সংগৃহীত

ফ্রান্স সফর স্থগিত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। অবসর নীতিমালা পরিবর্তন নিয়ে দেশটিতে চলমান বিক্ষোভ পরিস্থিতির কারণে রাজার এই সফর স্থগিতের সিদ্ধান্ত। খবর বিবিসি’র।

টেন ডাউনিং স্ট্রিট জানায়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অনুরোধে সফর স্থগিতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। রোববার থেকে রাজা চার্লসের এই সফর শুরু হওয়ার কথা ছিল। তবে শিগগিরই নতুন রাজা এবং কুইন অব কনসর্ট ক্যামিলা চার্লসের সফরের সময় জানানো হয়।

ব্রিটিশ রাজা হিসেবে ফ্রান্স সফর ছিল চার্লসের প্রথম বিদেশ সফর। সরকারি কর্মচারীদের অবসরে যাওয়ার বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ করার প্রতিবাদে ফ্রান্স জুড়ে বিক্ষোভ-সহিংসতা ছড়িয়ে পড়েছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply