মিয়ানমারের জান্তা সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

|

মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৪ মার্চ) বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় এ নিষেধাজ্ঞার কথা নিশ্চিত করে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি ব্রায়ান নেলসন জানান, মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট দুই ব্যক্তি ও ছয়টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, নিষেধাজ্ঞার তালিকাভুক্ত এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান মিয়ানমারের সেনাবাহিনীকে জ্বালানি সরবরাহ করে থাকে। এর পাশাপাশি তা আমদানি ও মজুদে সহায়তা করে। যে কারণে বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা অব্যাহত রাখার সুযোগ পেয়েছে সামরিক জান্তা।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply