ইরানের পর সিরিয়ার সাথেও সম্পর্ক স্বাভাবিক করতে তৎপর সৌদি

|

ইরানের পর সিরিয়ার সঙ্গেও সম্পর্ক পুনস্থাপনের পথে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, দূতাবাস চালুর বিষয়ে আলোচনা চলছে দু’দেশের।

এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে তিনটি সূত্র থেকে নিশ্চিত করা হয়, দূতাবাস চালুর বিষয়ে রাজি হয়েছে দু’পক্ষ। ঈদ-উল-ফিতরের পর কনসুলার সেবা শুরুর পরিকল্পনা করছে। তবে সৌদি ও সিরীয় সরকারের তরফে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়া হয়নি এ বিষয়ে।

এক দশক আগে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা সৌদি আরব ও সিরিয়া একে অপরের ভূখণ্ডে ফের দূতাবাস খুলতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে সম্পর্ক পুনর্স্থাপিত হলে তা দামেস্ককে আরব লীগে ফেরার সুযোগ করে দেবে। ২০১১ সাল থেকে এই জোটে তাদের সদস্যপদ স্থগিত রয়েছে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply