রমজান জুড়ে রাজধানীর ২৫টি থানা এলাকায় যাবে বিদ্যানন্দের ‘ইফতার গাড়ি’

|

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মাসব্যাপী সুবিধাবঞ্চিত মানুষের হাতে ইফতার পৌছে দেয়ার উদ্যােগ নিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আর, এমন উদ্যোগে সংস্থাটির পাশে দাঁড়িয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এমন কাজে পুলিশের মতো উৎসাহী হয়ে অন্যান্য পেশাজীবীরাও এগিয়ে আসবেন বলে প্রত্যাশা বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকদের।

শুক্রবার (২৪ মার্চ) বিকেলে রাজধানীর তেজগাও থানায় পৌঁছে বিদ্যানন্দের ‘ইফতার গাড়ি’। রান্না করা খাবারের পাশাপাশি প্রতিটি ইফতারের প্যাকেটে ছিল বিভিন্ন ধরনের ফল। পুরো রমজান মাস জুড়ে রাজধানীর প্রতিটি থানায় থাকবে বিদ্যানন্দের এমন আয়োজন। যার মাধ্যমে প্রতিটি থানার সুবিধাবঞ্চিত ৭০০ মানুষের হাতে তুলে দেয়া হবে ইফতার।

এ প্রসঙ্গে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত) মো.আরিফুল ইসলাম বলেন, ওনারা (বিদ্যানন্দ) ২৫ দিন ২৫টি থানা এলাকায় ইফতার বিতরণ করবেন। এক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করতে নির্দেশ দিয়েছেন কমিশনার স্যার। বিদ্যানন্দের অন্যান্য কাজেও আমরা সমানভাবে সাহায্য ও অংশগ্রহণ করবো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply