ফ্রান্সে সরকারি কর্মচারী-কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ হচ্ছে টিকটক

|

টিকটক নিয়ে বিতর্ক অনেক আগে থেকেই। নিরাপত্তা ইস্যু নিয়ে বিভিন্ন দেশে জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ নিয়ে প্রশ্ন উঠেছে। এরই জেরে এবার ফ্রান্সের সরকারি কাজে ব্যবহৃত ফোন বা ডিভাইসে টিকটককে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ফরাসি সরকার। খবর এনডিটিভির।

এই অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নিচ্ছে চীনা সরকার, এমনটিই অভিযোগ করা হচ্ছে। তাই সরকারি কর্মচারী-কর্মকর্তাদের অফিশিয়াল কোনো ডিভাইসে টিকটক ব্যবহার করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে।

এ নিয়ে সিভিল সার্ভিস বিভাগের মন্ত্রী স্ট্যানিসলাস গুয়েরিনি জানান, প্রশাসনিক ও সরকারি তথ্যের নিরাপত্তার কথা মাথায় রেখে টিকটকের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিশিয়াল ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

এদিকে, টিকটক নিয়ে মার্কিন কংগ্রেসে প্রশ্নের মুখে পড়েছেন টিকটকের প্রধান নির্বাহী শাও জি চিউ। বৃহস্পতিবার (২৩ মার্চ) কংগ্রেসের শুনানিতে হাজির হন তিনি। মার্কিন আইনপ্রণেতাদের অভিযোগ, বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করতে ব্যবহারকারীদের তথ্য চীন সরকারের কাছে সরবরাহ করছে টিকটক। অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন শাও জি চিউ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply