পাকিস্তানে বিনামূল্যে গম বিতরণের সময় পদদলিত হয়ে নিহত ১, আহত আরও ৮

|

পাকিস্তানে রমজান উপলক্ষ্যে বিনামূল্যে গম বিতরণের সময় পদদলিত হয়ে নিহত হয়েছেন একজন, এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। বৃহস্পতিবার (২৩ মার্চ) এ ঘটনা ঘটেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের চরসদ্দায়। খবর ডনের।

মূলত বন্যা দুর্গত ৫৭ লাখেরও বেশি অসহায় মানুষের মধ্যে ১৯.৭৭ বিলিয়ন গম বিতরণের উদ্যোগ নিয়েছে পাকিস্তান সরকার। রমজান উপলক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার চরসদ্দায় গম বিতরণ করা হচ্ছিল। গম নিতে সেখানে হাজির হন কয়েক হাজার মানুষ। এ সময় হঠাৎ ওই স্থানে হুড়োহুড়ি শুরু হয়। এতে পদদলিত হয়ে শের আফজাল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন।

এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক আদনান ফরিদ। পরবর্তীতে গ্রাম পরিষদ পর্যায়ে গম বিতরণ করা হবে বলেও জানান তিনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply