ঝিনাইদহে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

|

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে ইউপি সদস্য ও আ: লীগ নেতা বদরুজ্জামান টিটনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার মনোহরপুর গ্রামের কারিগর পাড়াতে এ হামলার ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে মুমূর্ষু অবস্থায় টিটনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

উপজেলার মনোহরপুর গ্রামের টিপু সুলতানের ছেলে টিটন সিমলা রোকনপুর ইউনিয়নের ৮নং ওয়াডের্র সদস্য এবং আ: লীগের ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মনোহরপুর গ্রামের পারিবারিক এক সালিসের মীমাংসার জন্য তিনটি পরিবারের লোকজন ওইদিন বিকেলে কালীগঞ্জ থানায় যায়। এরপর বিষয়টির সুরাহা করতে পুলিশ তাদের গ্রামের ইউপি সদস্যকে ডেকে আনতে বলেন। এ সময় তারা গ্রামে গিয়ে ইউপি সদস্য টিটনকে নিয়ে ভ্যানে করে থানার উদ্দেশে যাচ্ছিল। পথে মনোহরপুর কারিগর পাড়ার নিকট পৌঁছলে প্রতিপক্ষ একই গ্রামের সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন ও পুকুরিয়া গ্রামের সোহাগ হোসেন টিটনের ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে টিটনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে। এরপর গুরুতর জখম টিটনকে হাসপাতালে নিতেও বাধা প্রদান করে সন্ত্রাসীরা।

স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছামাত্রই সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত টিটনকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা জানান, জমিজমা বিরোধের জেরে হামলার খবর পেয়ে পুলিশ ওই গ্রামে যায়। টিটন নামে একজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। এ বিষয়ে এখনও কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply