বাতাসের নিম্ন মানে ঢাকা ৬ষ্ঠ, শীর্ষে করাচি

|

ছবি: সংগৃহীত

সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মানবিষয়ক প্রযুক্তি কোম্পানি আইকিউএয়ারের র‌্যাঙ্কিংয়ে শুক্রবার (২৪ মার্চ) বেলা ১২টা ৫০ মিনিটে বাতাসের নিম্ন মানে ১০০টি শহরের মধ্যে ৬ষ্ঠ অবস্থানে ছিল ঢাকা।

একই সময়ে বাতাসের নিম্ন মানের দিক থেকে শীর্ষে ছিল পাকিস্তানের করাচি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে ছিল ইরাকের বাগদাদ ও ভারতের দিল্লি।

আইকিউএয়ার জানিয়েছে, ওই সময়ে ঢাকার বাতাসে মানবস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অতি ক্ষুদ্র কণা পিএম২.৫-এর উপস্থিতি ছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আদর্শ মাত্রার চেয়ে ৭ দশমিক ৯ গুণ বেশি।

নির্দিষ্ট স্কোরের ভিত্তিতে কোনো শহরের বাতাসের ক্যাটাগরি নির্ধারণের পাশাপাশি সেটি জনস্বাস্থ্যের জন্য ভালো নাকি ক্ষতিকর, তা জানায় আইকিউএয়ার।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply