ইউক্রেনে ১০ লাখ গোলাবারুদ সরবরাহের সিদ্ধান্ত ইইউ’র

|

ইউক্রেনে আরও ১০ লাখ গোলাবারুদ পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার (২৩ মার্চ) ব্রাসেলসে জোটটির সম্মেলনে এ সিদ্ধান্ত হয়।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লিঁয় জানান, রুশ আগ্রাসন মোকাবেলায় আগামী এক বছরে কিয়েভকে এই সামরিক সহায়তা দেয়া হবে। জোটভুক্ত দেশগুলোকে গোলাবারুদের উৎপাদন ব্যাপকভাবে বাড়ানোর আহ্বানও জানান তিনি।

সম্প্রতি, গোলাবারুদ সংকটে ভুগছে ইউক্রেনের ফ্রন্টলাইন। সে কারণেই দ্রুত বিপুল সংখ্যক সামরিক সরঞ্জাম পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ।

এদিকে, যুদ্ধবিধ্বস্ত দেশটিতে সামরিক সহায়তা চালানোর ইস্যুতে জোটের মাঝে দেখা দিয়েছে মতবিরোধ। গেলো মাসে অস্ত্র-গোলাবারুদ পাঠানোর মাধ্যমে যুদ্ধ দীর্ঘায়িত করার অভিযোগ তোলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তাই, এ দফায় সামরিক সহায়তা দেয়া থেকে বিরত ছিল দেশটি।

উরসুলা ভন দের লিঁয় বলেন, ইউক্রনকে সমর্থন ইস্যুতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশটিকে গোলাবারুদ পাঠানোর বিষয়েও জোট নেতারা ঐক্যমতে পৌঁছেছেন। ইইউভুক্ত দেশগুলোকে গোলাবারুদ উৎপাদন ব্যাপকভাবে বাড়াতে হবে। ইউরোপের প্রতিরক্ষার দিক বিবেচনায়ও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply