ভূমধ্যসাগর থেকে ৭৫০ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো ইতালি পুলিশ

|

ভূমধ্যসাগরে অভিযান চালিয়ে সাড়ে ৭শ’ অভিবাসনপ্রার্থীকে জীবিত উদ্ধার করলো ইতালি পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) একইদিনে তিউনিসিয়া থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় ৫ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়। আর এখনও নিখোঁজ রয়েছেন ৩৩ জন। খবর রয়টার্সের।

বিবৃতি অনুসারে, ক্যালেব্রিয়া উপকূলে মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার করা হয় ৩শ’ এর মতো অভিবাসনপ্রত্যাশীকে। অন্যদিকে, সিসিলির দক্ষিণাঞ্চল থেকে সাড়ে ৪শ’ মানুষকে জীবিত উদ্ধার করা হয়। নৌকাগুলোর অবস্থা খুবই নড়বড়ে ছিল।

এছাড়া, বৈরী আবহাওয়া আর দীর্ঘপথ পাড়ি দেয়ার কারণে অনেক আরোহী অসুস্থ হয়ে পড়েছেন। তাদের দেয়া হচ্ছে প্রাথমিক চিকিৎসা। উদ্ধারকারীদের দাবি, অভিবাসনপ্রার্থীদের প্রায় সবাই মধ্যপ্রাচ্য, আরব ও এশিয়ার দেশের নাগরিক। গেলো ২৬ ফেব্রুয়ারি ইতালি উপকূলে নৌকাডুবিতে প্রাণ হারান ৮৮ জন। এখনও সন্ধান মেলেনি ১০ আরোহীর।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply