বগুড়ার সেই বিচারককে প্রত্যাহার

|

বগুড়ার অতিরিক্ত জেলা জজ রুবাইয়া ইয়াসমিনের বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে আইন মন্ত্রণালয় সংযুক্ত করা হয়েছে। বগুড়ায় অভিভাবককে পা ধরতে বাধ্য করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্টার মো. মিজানুর রহমান স্বাক্ষরিত জারি করা সার্কুলারে এই বিচারককে আইন মন্ত্রণালয়ে সংযুক্তের কথা বলা হয়। তাতে আরও বলা হয়, বিচার বিভাগীয় এই কর্মকর্তার বদলি সংক্রান্ত সরকারের প্রস্তাবের সাথে অত্র আদালত একমত হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার বগুড়ার একটি স্কুলের নিয়ম অনুযায়ী পালাক্রমে দল বেধে শ্রেণিকক্ষ পরিষ্কার করতে যায় শিক্ষার্থীরা। তাদের এক সহপাঠী অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক রুবাইয়া ইয়াসামিনের মেয়ে হওয়ায় ঝাঁড়ু দেবে না বলে জানায়। এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরইজেরে ডেকে আনা হয় কয়েকজন ছাত্রী ও তাদের অভিভাবককে। এ সময় মেয়ের সাথে অশোভন আচরণের অভিযোগে রুবাইয়া ইয়াসমিনের বিরুদ্ধে এক শিক্ষার্থীর অভিভাবককে তার পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করার অভিযোগ উঠে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply