জেসিআই ঢাকা মেট্রোর যাত্রা শুরু

|

জেসিআই বাংলাদেশের ন্যাশনাল গভর্নিং বোর্ড ও ঢাকা মেট্রোর বোর্ড অব ডিরেক্টরর্সের সদস্যরা।

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো জেসিআই বাংলাদেশের নতুন চ্যাপ্টার ‘জেসিআই ঢাকা মেট্রো’। বুধবার (২২ মার্চ) রাতে রাজধানীর গুলশানস্থ হোটেল লেকশোর এ জমকালো আয়োজনে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জেসিআই ঢাকা মেট্রোর।

জেসিআই ঢাকা মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল সিনেটর নিয়াজ মোর্শেদ এলিট। এছাড়াও উপস্থিত ছিলেন, ২০২৩ ন্যাশনাল জেসিআই বাংলাদেশ প্রেসিডেন্ট সিনেটর জিয়াউল হক ভূঁইয়া, ২০২৩ ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, ২০২৩ ন্যাশনাল সেক্রেটারি জেনারেল সিনেটর এম কামরুল ইসলাম চৌধুরী, ২০২৩ জেসিআই বাংলাদেশের জেনারেল লিগ্যাল কাউন্সেল সিনেটর এজাজ মোহাম্মেদ, ২০২৩ ফাউন্ডেশন চেয়ারপারসন অব জেসিআই বাংলাদেশ তাসিন আজিম সেজান, ২০২৩ জেসিআই বাংলাদেশ চেয়ারপারসন বাংলাদেশ ডেভেলপমেন্ট কাউন্সিল মো. ফজলে মনিম। উপস্থিত ছিলেন ন্যাশনাল গভর্নিং বোর্ডের অন্যান্য সদস্যরা ও জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট সানামা ফায়েজ। অনুষ্ঠানে জেসিআই ঢাকা মেট্রোর সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন ‘জেসিআই ঢাকা মেট্রো’র ২০২৩ বোর্ড অব ডিরেক্টর গঠিত হয়। বোর্ড অব ডিরেক্টরের সদস্য হয়েছেন, জেসিআই ঢাকা মেট্রোর লোকাল প্রেসিডেন্ট সানামা ফয়েজ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হয়েছেন শামীমা শম্পা। লোকাল ভাইস প্রেসিডেন্ট হয়েছেন মো. তাসিন জামান, মো. আল-আমিন মিয়া ও শাহেদ রাজন। লোকাল সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন আনন্দ কুটুম। লোকাল ট্রেজারার হয়েছেন ফারহানাজ আনিস, স্পেশাল অ্যাসিসট্যান্ট টু লোকাল প্রেসিডেন্ট হয়েছেন নাঈম আরেফিন, লোকাল জেনারেল লিগ্যাল কাউন্সেল হয়েছেন ফয়সাল মৃত্তিক। লোকাল ডিরেক্টর হয়েছেন কবির হোসেন, সায়েম আজম ও মিতুন খান। লোকাল কমিটি চেয়ার হয়েছেন মঈনুল ইসলাম রাজীব, এরশাদুল আসিফ, নাজিয়া নুসরাত শাম্মা, হামিদুজ্জামান সোহান ও মেহেদী আনিস।

প্রসঙ্গত, ১৯১৫ সালে ১৩ অক্টোবর যুক্তরাষ্ট্রের মিসৌরিতে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল-জেসিআই প্রতিষ্ঠা করেন হেনরি গিসেনবিয়ার। এর সদর দপ্তর সেন্ট লুইসে অবস্থিত। নেতৃত্বের দক্ষতা বিকাশের অনন্য এক প্ল্যাটফর্ম জেসিআই। ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক মানুষের সাথে সেতুবন্ধনের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যে মেলবন্ধন তৈরির অনন্য প্লাটফর্ম এটি। বিশ্বব্যাপী ১৮-৪০ বছর বয়সীদের নিয়ে কাজ করা অলাভজনক এ সংস্থাটি তার সদস্যদের দিয়ে পরিচালিত হয়। জেসিআই এর লক্ষ্য, তরুণদের উন্নয়নের সুযোগ দেয়া যা তাদের ইতিবাচক মানসিক পরিবর্তনে ভূমিকা রাখবে। জেসিআই এর সদস্যরা বিভিন্ন, গোষ্ঠী, সংস্কৃতি ও পেশার হলেও সকলেই সমান মূল্যবোধ নিজ সম্প্রদায়ের উন্নতি সাধনে কাজ করে যাচ্ছেন। সে ধারাবাহিকতায়, ঢাকায় তরুণদের নেতৃত্ব বিকাশ ও সমাজের কল্যাণমূলক কাজে উদ্বুদ্ধ করতে যাত্রা শুরু হলো ‘জেসিআই ঢাকা মেট্রো’র।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply