শি-পুতিন সম্পর্ক ‘চুক্তিভিত্তিক বিয়ে’র মতো: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

|

ভ্লাদিমির পুতিন-শি জিনপিং এর সম্পর্ককে ‘চুক্তিভিত্তিক বিয়ে’ এর সাথে তুলনা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার (২২ মার্চ) সিনেটের এক সভায় এ তুলনা করেন তিনি। খবর রয়টার্সের।

অ্যান্টনি ব্লিনকেন বলেন, রাশিয়া ও চীন গভীর সম্পর্কের দাবি করলেও তা কেবল স্বার্থ সংশ্লিষ্ট সমঝোতা। তাদের সম্পর্কে চীনের প্রভাবই বেশি, রাশিয়া হলো জুনিয়র পার্টনার।

উল্লেখ্য, গত সোমবার তিন দিনের রাষ্ট্রীয় সফরে রাশিয়া যান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার ক্রেমলিন পৌঁছেই পুতিনের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে করেন তিনি। ওই বৈঠক সাড়ে চার ঘণ্টা স্থায়ী হয়। পরে মঙ্গলবার সকালেও দুই নেতা বৈঠক করেন।

মঙ্গলবার, রুশ প্রধানমন্ত্রী মিখাইল মিশুস্তিনের সঙ্গেও বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট। এ সময় শি জিনপিং জানান, পুতিনকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি। এদিকে, রুশ-ইউক্রেন যুদ্ধ চলাকালীন মস্কোতে চীনা প্রেসিডেন্টের এই সফর ঘিরে পশ্চিমা বিশ্বে নানা আলোচনা চলছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply