একদিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম

|

একদিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। ১ হাজার ১৬৬ টাকা কমিয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৯৬ হাজার ৪৬১ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ১৮ মার্চ ঘোষণা দিয়ে এক লাফে সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। দেশের বাজারে এর আগে কখনো স্বর্ণের এত দাম হয়নি। এই দাম ১৯ মার্চ থেকে কার্যকর হয়।

এরপর, গতকাল মঙ্গলবার (২১ মার্চ) সবচেয়ে ভালো মানের স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমানোর ঘোষণা দেয় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস)। একদিনের ব্যবধানে বুধবার (২২ মার্চ) আবারও দাম কমানোর ঘোষণা এলো। এতে দুই দিনে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৩৩৩ টাকা কমানো হলো।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমেছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ জুয়েলারি সমিতি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে, যা ২৩ মার্চ থেকে কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১০৮ টাকা কমিয়ে ৯২ হাজার ৮৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯৯১ টাকা কমিয়ে ৭৮ হাজার ৯০৭ টাকা করা হয়েছে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ৭৫৮ টাকা কমিয়ে ৬৫ হাজার ৭৮৫ টাকা করা হয়েছে।

স্বর্ণের দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের এক ভরি রুপা ১ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেটের রুপা ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১ হাজার ৫০ টাকা ভরি হিসেবে বিক্রি হচ্ছে।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply