সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে ইসরায়েলের মিসাইল হামলা

|

সিরিয়ার আলেপ্পো বিমানবন্দরে মিসাইল হামলা চালিয়েছে ইসরায়েল। এ হামলায় স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর আলজাজিরার।

বুধবার (২২ মার্চ) ভোররাতের দিকে পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া শহর থেকে ছোড়া হয় মিসাইলটি। এ নিয়ে চলতি মাসে সিরিয়ায় দ্বিতীয় দফা হামলা চালালো তেল আবিব।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, এ দিনের হামলায় বিমানবন্দরের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি। তবে হামলার দায় স্বীকার করেনি ইসরায়েল।

এদিকে, এই হামলার জেরে দেশটির ভূমিকম্প কবলিত অঞ্চলটিতে মানবিক সহায়তা বন্ধ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর আগের মিসাইল হামলায় বিমানবন্দরটির রানওয়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply