ট্রাম্পকে গ্রেফতারের গুজব, ভাইরাল এডিটেড ছবি

|

ডোনাল্ড ট্রাম্পকে গ্রেফতারের গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভাইরাল হয়েছে তাকে গ্রেফতারের এডিটেড কিছু ছবি। খবর নিউজউইকের।

নিরাপত্তা বাহিনীর সাথে ধস্তাধস্তি, পুলিশের বেল্ট পরা ট্রাম্প কিংবা পুলিশের হাত থেকে বাঁচতে দৌড়চ্ছেন তিনি। এমন নানা ছবি শেয়ার হচ্ছে দেদারসে। পুলিশের ইউনিফর্মে অস্পষ্ট লেখা, একটি ছবিতে আবার দেখা যায় তিন পায়ের ট্রাম্পকে। ‘মিডজার্নি’ নামের একটি অ্যাপ ব্যবহার করে ব্যঙ্গাত্মক ছবিগুলো এডিট করেছেন, বেলিং-ক্যাট নামের একটি অনুসন্ধানী সাংবাদিকতা বিষয়ক গ্রুপের প্রতিষ্ঠাতা এলিয়ট হিগিনস।

টুইটার পোস্টে ক্যাপশনে উল্লেখও করেছেন তা। তবে সোর্স ছাড়াই ব্যাপকভাবে শেয়ার করা হয় ছবিগুলো। শেষমেশ বাধ্য হয়ে নিউ ইয়র্ক সিটি পুলিশ বিবৃতি দিয়ে জানায়, পুরো বিষয়টি গুজব।

গেল সপ্তাহে কোনো তথ্যপ্রমাণ ছাড়াই ট্রাম্প দাবি করেন, মঙ্গলবার আটক হতে পারেন তিনি।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply