ভার্জিনিয়ায় পুলিশি হেফাজতে কৃষ্ণাঙ্গ কারাবন্দির মৃত্যু

|

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যু হয়েছে এক কৃষ্ণাঙ্গ কারাবন্দির। সিসিটিভি’র ফুটেজ বিশ্লেষণের পর ১০ কর্মকর্তার বিরুদ্ধে আনা হয়েছে হত্যার অভিযোগ। খবর রয়টার্সের।

মঙ্গলবার (২১ মার্চ) রাজ্যের আদালতে সিসিটিভির ভিডিও সামনে আনেন ভুক্তভোগী পরিবারের আইনজীবী। জানানো হয় ৬ মার্চ কারাগার থেকে মানসিক চিকিৎসা সেবা কেন্দ্রে স্থানান্তর করা হচ্ছিল ইরভো ওতিনোকে। এ সময় সেন্ট্রাল স্টেট হাসপাতালে ২৮ বছর বয়সী ওই বন্দির মৃত্যু হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, ৭ পুলিশ কর্মকর্তা এবং হাসপাতালের ৩ কর্মী তাকে চেপে ধরে আছে। প্রায় ১১ মিনিট ছিল এ অবস্থা। অন্যান্যরা সরে পড়ার পর দেখা যায়, হাতকড়া এবং পায়ে শেকল পরানো ইরভোর। ফলে পাল্টা প্রতিরোধের কোনও সুযোগই পাননি তিনি।

প্রসঙ্গত, গত ৩ মার্চ চুরির অভিযোগে আটক করা হয় ইরভোকে। পরে জানানো হয় মানসিকভাবেও অসুস্থ ছিল সে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply