অবসরের বয়সসীমা বৃদ্ধির প্রতিবাদে এখনো উত্তাল ফ্রান্স

|

ফ্রান্সে লাগাম টানা যাচ্ছে না বিক্ষোভ-সহিংসতার। অবসরের বয়সসীমা বৃদ্ধির বিতর্কিত আইন পাসের অনুমোদন দেয়ার ৬ষ্ঠ দিন পার হলেও এখনো উত্তাল রয়েছে প্যারিস। সমাবেশ থেকে আটক করা হয়েছে কয়েকশ’ বিক্ষোভকারীকে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মঙ্গলবার রাজধানীর মূল চত্বরে জড়ো হন কয়েক হাজার আন্দোলনকারী। এ সময় দোকানপাটে ভাঙচুর চালানোর পাশাপাশি বেশ কিছু মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেন ক্ষুব্ধ ফরাসিরা। জমে থাকা আবর্জনার স্তূপেও লাগিয়ে দেয় আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাস্তায় নামে ফায়ার সার্ভিসের সদস্যরা। ধরপাকড়ে আটক হন শতাধিক মানুষ।

মাত্র একদিন আগেই পার্লামেন্টে সরকারের বিরুদ্ধে তোলা হয় দুটি অনাস্থা প্রস্তাব। কিন্তু প্রস্তাবের পক্ষে যথেষ্ট ভোট ছিল না। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের অভিশংসনের জোরালো দাবি তুলেছেন বিরোধীরা।

এদিকে, চলতি বছরই অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ বছর করার প্রস্তাব দেয়া হয়। সেটি পাসে সংবিধানের আশ্রয় নেন দেশটির প্রধানমন্ত্রী।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply