ভাস্কর শামীম সিকদার মারা গেছেন

|

শামীম শিকদার। ছবি : সংগৃহীত

দেশবরেণ্য ভাস্কর ও অধ্যাপক শামীম সিকদার মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন নিসার হোসেন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রখ্যাত এই ভাস্কর ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের অধ্যাপক। টিএসসির ‘স্বোপার্জিত স্বাধীনতা’, ফুলার রোডের ‘স্বাধীনতার সংগ্রাম’ সহ বহু বিখ্যাত ভাস্কর্য নির্মাণ করে তিনি খ্যাতি অর্জন করেন। শিল্পকলায় অবদান রেখে বহু সম্মাননা পান তিনি। ২০০০ সালে লাভ করেন ‘একুশে পদক’।

শিক্ষকতা থেকে অবসর নেয়ার পর ইংল্যান্ড চলে যান শামীম সিকদার। পরে আবারও দেশে আসেন। আলোচিত কমিউনিস্ট বিপ্লবী নেতা সিরাজ সিকদার ছিলেন তার আপন বড় ভাই।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply