আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইকে হত্যা, ছোট ভাইয়ের যাবজ্জীবন

|

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দির ইসলামপুরে আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাই সালাহউদ্দিন খানকে হত্যার অভিযোগে তার ছোট ভাই জিলাল খানকে যাবজ্জীবন কারাদণ্ডা‌দেশ দিয়েছেন আদালত। একই সা‌থে তা‌কে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডা‌দেশ দেয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ মো. রুহুল আমীন এ রায় দেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২ জুন সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনপত্তা গ্রামে গাছের আম পাড়াকে কেন্দ্র করে হামিদ খানের বড় ছেলে সালাউদ্দিন খানের সাথে তারই ছোট ভাই জিলাল খানের ঝগড়া হয়। একপর্যায়ে জিলাল খান ধারালো দা দিয়ে তার বড় ভাইয়ের গলায় কোপ দেয়। এতে সালাউদ্দিন গুরুতর আহত হয়। প‌রে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী‌তে এ বিষ‌য়ে নিহত সালাউদ্দিনের স্ত্রী বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট কে. এ. বারী বলেন, এই রা‌য়ে তারা সন্তুষ্ট না। ফ‌লে তারা উচ্চ আদালতে আবেদন করবেন। আশা করছেন সেখান ন্যায় বিচার পা‌বেন।

রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, এ রা‌য়ে তারা সন্তুষ্ট। ২০১৪ সা‌লে বা‌লিয়াকা‌ন্দির ইসলামপু‌রে ছোট ভাইয়ের দায়ের কো‌পে বড় ভাই নির্মমভাবে খুন হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শে‌ষে আদালত আসামির যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ক‌রেছেন। রা‌য়ের সময় আসামি আদালতে উপস্থিত ছি‌লেন।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply