খেলাধুলায় শিশুদের আগ্রহী করতে প্রধানমন্ত্রীর আহ্বান

|

শিশুদের পাশাপাশি অভিভাবকদেরও খেলাধুলায় আগ্রহী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বললেন, অভিভাবকরা আগ্রহী হলে তবেই শিশুদের আত্মবিশ্বাস বাড়বে।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টে ২০২২ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরও জানিয়েছেন, দেশের সব থেকে জনপ্রিয় খেলা ফুটবল। তাই ক্ষমতায় এসে সরকার ফুটবলে গুরুত্ব দিয়েছে। স্কুল পর্যায় থেকে উঠে আসা খেলায়াড়রাই বাংলাদেশকে ফুটবল বিশ্বকাপে নিয়ে যাবে বলে এ সময় আশা প্রকাশ করেন তিনি।

এদিন, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরকার প্রধান বলেন, শেখ কামালের হাত ধরেই দেশে আধুনিক ফুটবল শুরু। খেলাধুলার পাশাপাশি শিশুদের পাঠ্য বইয়ের প্রতি মনোযোগী হবার পরামর্শ দিয়েছেন তিনি।

বর্তমানের শিশুরাই স্মার্ট বাংলাদেশের মূল শক্তি বলে এ সময় উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply