৯ হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে অ্যামাজন

|

ছবি: সংগৃহীত

৯ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যামাজন। চলমান অর্থমন্দায় দ্বিতীয় দফা জনবলে কাটছাঁট আনলো প্রতিষ্ঠানটি। ফোর্বসের খবর।

সোমবার (২০ মার্চ) অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি এক বিবৃতিতে জানান, চাকরিচ্যুতদের বেশিরভাগই বিজ্ঞাপন, ক্লাউড পরিষেবা এবং অ্যামাজন ওয়েব সার্ভিস টুইচ ইউনিটে কর্মরত ছিলেন। তিনি আরও বলেন, গেলো কয়েক বছর বিপুল সংখ্যক কর্মী নিয়োগ দিয়েছে অ্যামাজন। কিন্তু, অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে তাদের কাটছাঁটে বাধ্য হচ্ছে এই প্রতিষ্ঠান। ছাঁটাইয়ের এই ঘোষণায় এক দশমিক ৪ শতাংশ পর্যন্ত শেয়ারের দরপতন ঘটেছে অ্যামাজনের।

নভেম্বর থেকে এ পর্যন্ত তিনটি বড় ধাপে কর্মী ছাঁটাই করলো অ্যামাজন। এর মধ্যে, জানুয়ারিতেই ১৮ হাজার কর্মীকে চাকরিচ্যুত করে এই টেক জায়ান্ট। গেলো কয়েক মাসে গণহারে ছাঁটাই করেছে মাইক্রোসফট-অ্যালফাবেট-মেটা’র মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

আরও পড়ুন: কয়েক হাজার কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মেটা

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply