রাজ্জাকের ঘূর্ণিতে এশিয়া লায়ন্সের লেজেন্ডস লিগ জয়

|

ফাইনাল সেরার পুরস্কার হাতে আব্দুর রাজ্জাক। ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে হারিয়ে লেজেন্ডস লিগের শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স। ৪ ওভারে ১৪ রান খরচে ২ উইকেট নিয়ে ফাইনালের সেরা খেলোয়াড় আব্দুর রাজ্জাক।

দোহার ওয়েস্ট এন্ড পার্ক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করে ৪ উইকেটে ১৪৭ রানে থামে ওয়ার্ল্ড জায়ান্টস। এশিয়ার হয়ে বোলিং শুরু করেন আব্দুর রাজ্জাক। এই স্পিনারের করা প্রথম ওভার থেকে ৩ রান সংগ্রহ করতে পারে ওয়ার্ল্ড জায়ান্টস। ইনিংসের তৃতীয় ওভারে আবার বোলিংয়ে ফিরে উইকেটের দেখা পান রাজ্জাক। তার বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মর্নে ভ্যান উইক।

ছবি: সংগৃহীত

তিন নম্বরে ব্যাটিং করতে নামা শেন ওয়াটসনকে দুই বলের বেশি উইকেটে থাকতে দেননি রাজ্জাক। একই ওভারের পঞ্চম বলেই লেগ বিফোরের ফাঁদে ফেলে ওয়াটসনকে ফিরিয়েছেন এই বাংলাদেশি স্পিনার। তার ঘূর্ণিতেই ওয়ার্ল্ড জায়ান্টসকে অল্প রানের মধ্যেই আটকে দেয় এশিয়ান লায়ন্স। বাকি কাজটুকু ব্যাট হাতে করেছেন দুই লঙ্কান থারাঙ্গা ও দিলশান। ফলে ৭ উইকেটের বড় জয়ে শিরোপা ঘরে তুলেছে এশিয়া।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply