নির্বাচনকে সামনে রেখে পার্লামেন্ট বিলুপ্ত করলো থাইল্যান্ড

|

পার্লামেন্ট বিলোপের মাধ্যমে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে থাইল্যান্ড। আগামী মে মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে হতে পারে সাধারণ নির্বাচন। খবর বিবিসির।

সোমবার (২০ মার্চ) এ ইস্যুতে ডিক্রি জারি করেন রাজা। সে অনুসারে, ৬০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। সম্ভাব্য তারিখ ভাবা হচ্ছে ৭ বা ১৪ মে। বলা হচ্ছে, এবারের ভোটে শক্ত প্রতিরোধের মুখে পড়বে সেনাশাসক প্রয়ুথ চান ওঁচার দল।

সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েতংতার্ন নেমেছেন নির্বাচনী লড়াইয়ে। বিপুল ভোটে জয়লাভের ব্যাপারে তিনি আশাবাদী। ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবারের কাছ থেকে ক্ষমতা নেন প্রয়ুথ। সাম্প্রতিক জনমত জরিপে, তিনি জনপ্রিয়তায় পিছিয়ে রয়েছেন। অবশ্য, দেশটির বর্তমান সংবিধান লিখেছে সেনা সরকার। সে অনুযায়ী, সরকার গঠনে কিছুটা সংকটে পড়বে সিনাওয়াত্রার দল।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply