শি-পুতিনের আনুষ্ঠানিক বৈঠক আজ, হতে পারে চীনের শান্তি প্রস্তাব নিয়ে আলোচনা

|

পশ্চিমাদের সাথে উত্তেজনা যখন চরমে, ঠিক তখনই আকস্মিকভাবে মস্কো সফরে গেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ইউক্রেন যুদ্ধ বন্ধে চীনের দেয়া শান্তি প্রস্তাব নিয়েই শি জিনপিংয়ের সাথে আলোচনা করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২০ মার্চ) ক্রেমলিনে সাক্ষাৎ হয় দুই নেতার। চীন-রাশিয়া সম্পর্ক ও সাধারণ স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা। আজ মঙ্গলবার হবে আনুষ্ঠানিক বৈঠক। খবর আল জাজিরার।

অনানুষ্ঠানিক এই সাক্ষাতে শি জিনপিং বলেন, বিগত ১০ বছর ধরেই পুতিনের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ রেখেছেন তিনি। তৃতীয়বারের মতো চীনের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পাঠানো অভিনন্দন বার্তার জন্য রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান শি। আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার জনগণ আবারও পুতিনকে সমর্থন দেবে বলে আশাবাদ জানান জিনপিং।

অন্যদিকে, চীনের রাজনীতি, সরকার ব্যবস্থা ও উন্নয়নের প্রশংসা করেন পুতিন। জানান, বেইজিংয়ের সাথে পারস্পরিক সম্পর্ককে গুরুত্ব দেয় মস্কো।

আজ মঙ্গলবার আনুষ্ঠানিক বৈঠক হবে দুই নেতার। সেখানে দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের পাশাপাশি গুরুত্ব পাবে ইউক্রেন ইস্যুও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply