সুরিয়ার টেকনিকে সমস্যা দেখছেন সুনীল

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

টি-টোয়েন্টিতে নিঃসন্দেহে এই মুহূর্তে বোলারদের কাছে সবচেয়ে বড় আতঙ্কের নাম সুরিয়াকুমার যাদভ। তার ৩৬০ডিগ্রি ব্যাটিংয়ের কোনো সদুত্তর তো দূরের কথা উত্তরই খুঁজে পান না বোলাররা। কিন্তু, এক দিনের ক্রিকেটে একদমই যেন ছন্দে নেই সুরিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান সিরিজের দুই ওয়ানডেতে শূণ্য রানে আউট হয়েছেন টি-টোয়েন্টির এ মারকুটে ব্যাটার। এদিকে ভারতীয় কিংবদন্তী সুনীল গাভাস্কারের দাবি, সুরিয়ার টেকনিকে সমস্যা দেখছেন তিনি।

এটা অনেকটা নিঃসন্দেহেই বলা যায় যে, বর্তমান টি-টোয়ান্টি বোলারদের অসংখ্য রাতের ঘুম হারাম করেছেন সুরিয়াকুমার যাদভ। যিনি এ মুহূর্তে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরমেটের নাম্বার ওয়ান ব্যাটার। যার ঝড়ো ব্যাটিং ত্রাস জাগায় বোলারদের মনে, সেই সুরিয়াকুমারই ওয়ানডেতে দেখছেন মুদ্রার উল্টো পিঠ।

চলছে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। যেখানে সুরিয়া নামের সূর্য যেন ঢাকা পড়েছে মেঘে। নিজের উজ্জ্বলতা ছড়াতে ব্যর্থ হচ্ছেন বারবারই। পরপর দুই ম্যাচে আউট হয়েছেন ০ রানে। দুই ম্যাচেই স্টার্কের বলে এলবিডাব্লিউর ফাঁদে পড়েছেন। সব মিলিয়ে ওয়ানডেতে সবশেষ ১৬ ম্যাচে নেই ফিফটির দেখা। সর্বোচ্চ ৩৪ করেছিলেন উইন্ডিজের বিপক্ষে।

কেনো নিজের উজ্বলতা হারাচ্ছেন সুরিয়াকুমার যাদভ? ওডিআইতে তার এমন রান খরার কারণ খুঁজে পেয়েছেন দেশটির সাবেক তারকা ক্রিকেটার সুনীল গাভাস্কার।

রোববার (১৯ মার্চ) দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সাবেক ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেন, ওর (সুরিয়া) টেকনিকে সমস্যা আছে। ওপেন স্ট্যান্স নিচ্ছে সে। যে জন্য ওর টেকনিকাল সমস্যা হচ্ছে। ও যা করছে সেটা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য ঠিক আছে। কিন্তু, এখানে বল পায়ের সামনে পড়ছে। এভাবে স্ট্যান্স নিলে কখনও ব্যাট আগে আসবে না। ব্যাট তখন সোজা নামবে ৷ ফলে ভেতরে ঢোকা বল খেলতে অসুবিধা হবে ৷ সুরিয়ার উচিত এখন যতোটা বেশি সম্ভব ব্যাটিং কোচের সঙ্গে সময় কাটানো।

এক দিনের ক্রিকেটে সুরিয়াকুমার যাদভ এখনও সফল নন। ২২ ম্যাচ খেলেও তার গড়ের গ্রাফটা এখনও নিচের দিকেই। মাত্র ২৫.৫ গড়ে এ পর্যন্ত করেছেন ৪৩৩ রান। ৫০ রানের ইনিংস মাত্র দুটি। তাও এসেছে এক বছর আগে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply