জনগণ জোরালো ভূমিকা নিলে নদী রক্ষায় সরকার বাধ্য হবে: তাজুল ইসলাম

|

স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। ফাইল ছবি।

নদী রক্ষায় সরকার আন্তরিক। তবে জনগণ যদি এ বিষয়ে আরও জোরালো ভূমিকা নেয়, তাহলে সরকারও বাধ্য হবে নদী রক্ষায়। স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম এ কথা বলেছেন।

সোমবার (২০ মার্চ) বিকেলে ঢাকার শ্যামপুরে বুড়িগঙ্গা ইকো পার্কে ফটো প্রদর্শনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, নদী রক্ষায় সরকার এরইমধ্যে কাজ শুরু করেছে।

দেশের দখল দুষণে জর্জরিত একশত নদী নিয়ে আলোকচিত্র শিল্পী কাকলি প্রধানের ছবি নিয়ে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। কাকলি প্রধান বলেন, দেশের নানা স্থানে ক্ষমতাসীন ও প্রভাবশালীরা নদী দখলের সঙ্গে জড়িত। এসব নদী উদ্ধার করে আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে হবে বলে জানান তিনি। প্রদর্শনীটি শ্যামপুর ইকোপার্কে চলবে ২২ মার্চ পর্যন্ত।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply