২ বছর পর ঘরের মাঠে হারলো পিএসজি

|

ছবি: সংগৃহীত

ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা চার জয়ের পর রেনের কাছে থেমেছে পিএসজি’র জয়রথ। ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে ক্রিস্টোফ গালতিয়েরের শিষ্যরা। ঘরের মাঠে দুই বছরে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেতে হয়েছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের।

ছবি: সংগৃহীত

ঘরের মাঠ পার্ক ডে প্রিন্সেসে লিগ ওয়ানের ম্যাচে রেনেকে আতিথ্য জানায় পিএসজি। পুরো ম্যাচজুড়ে ভীতি ছড়িয়েছেন মেসি-এমবাপ্পে’রা। ম্যাচে এগিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছিল পিএসজিই। কিন্তু কিলিয়ান এমবাপ্পের গোল বাতিল হয়ে যায় অফসাইডে। পিএসজির একের পর এক আক্রমণের মুখে প্রতিপক্ষকে পাল্টা জবাব দিলেন কার্ল তোকো একাম্বি। ম্যাচের ৪৫ মিনিটে একাম্বির দারুণ এক গোলে এগিয়ে যায় রেনে। ১-০ গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যায় মেসি-এমবাপ্পেরা।

ছবি: সংগৃহীত

বিরতির পর তিন মিনিটের মাথায় স্কোর লাইন ২-০ করেন আহনু কালিমেন্দু। ম্যাচে ফিরতে বেশ কয়েকবার চেষ্টা চালালেও গোলের দেখা পায়নি পিএসজি। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাদের। অবশ্য লিগ ওয়ানে এখনও বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছে গালতিয়ের শিষ্যরা।২৮ ম্যাচে তাদের পয়েন্ট ৬৬। সমান ম্যাচে ৯ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছে লঁস। ৫০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রেনে।

/আরআইএম


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply