কিশোরগঞ্জে ট্রেনে ঢিল ছুড়ে হামলা, আহত অন্তত ৩০

|

কিশোরগঞ্জের মানিক খালি ও সরারচর স্টেশনের মধ্যবর্তী এলাকায় ট্রেন না থামানোয় বৃষ্টির মতো ঢিল নিক্ষেপে ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ট্রেনের সহকারী চালকসহ অন্তত ৩০ জন।

ভুক্তভোগীরা জানান, রোববার (১৯ মার্চ) সন্ধ্যায় ঢাকা থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল আন্তঃনগর এগারো সিন্দুর এক্সেপ্রেস গুধুলী ট্রেনটি। রাত সাড়ে ১১টায় মানিক খালি ও সরারচর স্টেশনের মধ্যবর্তী এলাকায় পৌঁছালে, সেখানে ট্রেন থামিয়ে যাত্রী না তোলায় ক্ষুব্ধ হয় মন্ডল ভোগ বারুণী মেলায় আসা দর্শনার্থীদের একটি অংশ। এ সময় ট্রেনে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে তারা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে।

নিজেদের বাঁচাতে ট্রেনের ভেতরেই ছোটাছুটি শুরু করেন সকলে। এ ঘটনায় সহকারী চালক মো. কায়ছার হোসেনসহ আহত হয় অন্তত ৩০ জন। এরইমধ্যে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। চূর্ণবিচূর্ণ হয়েছে বেশ কয়েকটি কেবিনের জানালার কাঁচও।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply