মিয়ানমারের পরিস্থিতি এখনই প্রত্যাবাসনের অনুকূলে নয়: ইউএনএইচআরসি

|

রোহিঙ্গাদের সম্ভাব্য প্রত্যাবাসনের বিষয়ে দ্বিপাক্ষিক পাইলট প্রকল্প সম্পর্কে ইউএনএইচআরসি অবগত, তবে আলোচনায় সংশ্লিষ্ট নয়। রোববার (১৯ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাটি।

বিবৃতিতে ইউএনএইচআরসি জানায়, সম্ভাব্য প্রত্যাবাসনে রোহিঙ্গাদের সাথে দেখা করতে মিয়ানমারের একটি প্রতিনিধি দলের বাংলাদেশে সফর সম্পর্কে তারা অবগত। তবে রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের বিষয়ে ইউএনএইচআরসি-এর অবস্থান অপরিবর্তিত রয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি বর্তমানে রোহিঙ্গা শরণার্থীদের ফিরে যাওয়ার জন্য অনুকূল নয়।

আরও জানায়, ইউএনএইচআরসি মনে করে, প্রতিটি শরণার্থীর পছন্দের ভিত্তিতে দেশে ফিরে যাওয়ার অধিকার রয়েছে; কোনো শরণার্থীকে তা করতে বাধ্য করা উচিত নয়। রোহিঙ্গাদের প্রত্যাবাসন শেষ না হওয়া পর্যন্ত দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা অব্যাহত রাখবে ইউএনএইচসিআর।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply