ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে ৫২২, গৃহহীন লাখো মানুষ

|

ছবি : সংগৃহীত

পূর্ব আফ্রিকার ৩ দেশে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড় ফ্রেডির আঘাতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫২২ জনে। এতে গৃহহীন হয়েছেন লাখো মানুষ। খবর আলজাজিরার।

খবরে বলা হয়েছে, এ ঝড়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মালাউইয়ে। দেশটিতে প্রাণহানির সংখ্যা ৪৩৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় দেশটিতে ১৪ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্গতদের জন্য কয়েক হাজার আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ফ্রেডির কারণে অন্তত সাড়ে ৩ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দেশটির সরকারি তথ্যে জানানো হয়েছে।

এদিকে প্রাকৃতিক এ দূর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্শ্ববর্তী মোজাম্বিক ও দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার। মোজাম্বিকে মৃত্যু হয়েছে ৬৭ জনের আর মাদাগাস্কারে প্রাণহানির সংখ্যা ১৭।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ মালাউইয়ের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। এরপর ঝড়টি পার্শ্ববর্তী দুই দেশেও তাণ্ডব চালায়।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply