বাখমুত দখলে তুমুল লড়াই রুশ-ইউক্রেনের

|

বাখমুত শহরের নিয়ন্ত্রণ ঘিরে রুশ-ইউক্রেনীয় সেনাদের মধ্যে অব্যাহত রয়েছে তুমুল লড়াই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটিতে ‘দখলদারদের’ উপযুক্ত জবাব দেয়া হচ্ছে বলে দাবি জেলেনস্কি প্রশাসনের। পাল্টা দাবি মস্কোরও। খবর আল জাজিরার।

কিয়েভের পক্ষ থেকে জানানো হয়েছে, অঞ্চলটিকে ইউক্রেনীয় সেনাদের প্রতিরোধের মুখে কোণঠাসা হয়ে পড়েছে রুশ বাহিনী। অন্যান্য ফ্রন্টলাইনেও প্রতিপক্ষকে শক্তভাবে মোকাবেলা করছে তারা। এমন পরিস্থিতিতে মে মাসে ৩০ হাজার নতুন ভাড়াটে যোদ্ধা নিয়োগের ঘোষণা দিয়েছে রুশ ওয়াগনার বাহিনী। যা রণক্ষেত্রে চাপে থাকার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।

এদিকে, ক্রামাতোরস্ক শহরে রুশ হামলায় প্রাণ গেছে দুই বেসামরিকের, এমন দাবি করেছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। গুরুতর আহত হয়েছেন আরও কমপক্ষে ১০ জন। এছাড়া দোনেৎস্কে রুশ নিয়ন্ত্রিত আরেক শহর খার্তসিজস্কে বেসামরিক ভবনে রকেট হামলার অভিযোগ করেছে স্থানীয় প্রশাসন। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বেশ কিছু আবাসিক ভবন। তবে কেউ হতাহত হয়নি। অবশ্য হামলার জন্য কিয়েভকেই দায়ী করছে রাশিয়া।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply