মাদারীপুরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে বাস খাদে: নিহতের সংখ্যা বেড়ে ১৯

|

স্টাফ করেসপনডেন্ট, মাদারীপুর:

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। এরমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে ৭ জনকে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এর আগে রোববার (১৯ মার্চ) সকালে পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানায়, খুলনা থেকে ঢাকা যাচ্ছিল ইমাদ পরিবহনের বাসটি। সকাল পৌনে ৮টার দিকে কুতুবপুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে অন্তত ৫০ ফুট নিচে খাদে পড়ে যায় বাসটি। ধাক্কা খায় আন্ডারপাসের গাইডওয়ালের সাথে। এতে দুমড়ে-মুচড়ে যায় বাসের সামনের অংশ।

খবর পেয়ে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় ১৪ জনের মরদেহ। হাসপাতালে মারা যায় আরও ৫জন। মরদেহগুলো এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নেয়া হয়েছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply