‘বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই ভাঙচুর করেছে’

|

সুপ্রিম কোর্টে একতরফা নির্বাচন হয়নি। বিএনপিপন্থী আইনজীবীরা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই ভাংচুর, অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছিল। এমন অভিযোগ করেছেন সমিতির নবনির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন ফকির।

রোববার (১৯ মার্চ) বার মিলনায়তনে আইনজীবী সমিতির সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন ফকির বলেন, সুপ্রিম কোর্টে পুলিশ যা করেছে তা যথার্থ ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এমনটা করা হয়েছে। তবে, সাংবাদিকদের ওপর পুলিশের আচরণের জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। বর্জনের ঘোষণা না দিয়েই বিএনপিপন্থীরা নির্বাচন থেকে পালিয়েছে বলেও মন্তব্য করেন মমজাত উদ্দিন ফকির।

মমতাজ উদ্দিন ফকির বলেন, একতরফা নির্বাচন হয়নি। তারা ভোট পেয়েছে। এখানে যারা এসেছেন তারা দেখেছেন যে, গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। ভোটের আগেরদিন ব্যালট পেপার ছিনতাই হয়েছে। তারই ধারাবাহিকতায় এখানে বিএনপিপন্থী আইনজীবীরা ভাঙচুর করেছে এবং, এই ভোট যাতে না হয়, বিতর্ক সৃষ্টির জন্য তারা এই কাজ করেছে।

আরও পড়ুন: জনসভায় বাধা না দেয়াটা সরকারের নতুন চক্রান্ত; মির্জা ফখরুলের মন্তব্য

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply