উত্তাল ইসরায়েল, নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাত

|

বিচার বিভাগীয় সংস্কারের বিরুদ্ধে উত্তাল ইসরায়েল। শনিবার (১৮ মার্চ) নিরাপত্তা বাহিনীর সাথে দফায়-দফায় সংঘাতে জড়ান আন্দোলনকারীরা। খবর রয়টার্সের।

রাজধানী তেল আবিবের মূল চত্ত্বর এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো অবরুদ্ধ করেন ক্ষুব্ধ ইসরায়েলিরা। এসময় নেতানিয়াহু’র ছবি সম্বলিত ‘ক্রাইম মিনিস্টার’ ব্যানার বহন করেন তারা। এছাড়া রাষ্ট্রীয় পেশিশক্তির সামনে কখনো নতজানু হবেন না এমনও ছিল শ্লোগান। অভিযোগ, গণতান্ত্রিক অধিকার হরণ করছে প্রশাসন।

গেলো বুধবার, সরকারের প্রতি সুপ্রিম কোর্টের সংস্কারের ইস্যুটি খতিয়ে দেখার অনুরোধ জানান প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। বলেন, আন্দোলনকারীদের সাথে বসে দফারফা করা উচিত। কিন্তু সেই প্রস্তাবনা নাকচ করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পার্লামেন্টে খসড়া বিলটি পাস হয়েছে। চূড়ান্ত অনুমোদন পেতে পারে এপ্রিলে। এর ফলে বিচারপতি নিয়োগ এবং আইন পাসে কমবে সর্বোচ্চ আদালতের ক্ষমতা। উল্টো আইনপ্রণেতারা পাবেন বাড়তি এখতিয়ার।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply