পরিচ্ছন্নতা কর্মীদের ধর্মঘটে ভাগাড়ে পরিণত প্যারিস

|

পরিচ্ছন্নতাকর্মীদের টানা ধর্মঘটে ময়লা-আবর্জনার স্তূপ জমে গেছে ফ্রান্সের রাজধানী প্যারিসে। অবসরের বয়সসীমা নিয়ে অসন্তোষের জেরে এ ধর্মঘট দুই সপ্তাহে গড়ালো আজ। আবর্জনা সংগ্রহ বন্ধ রেখেছেন, বিক্ষুব্ধ কর্মীরা। কর্তৃপক্ষ বলছে, শনিবার পর্যন্ত শহরজুড়ে জমেছে ১০ হাজার টনের বেশি আবর্জনা। ইঁদুর, তেলাপোকা ও নানা পোকামাকড়ের উৎপাতে দেখা দিয়েছে নানা রোগ ছড়ানোর শঙ্কা। খবর রয়টার্সের।

ডাস্টবিন থেকে উপচে পড়ছে ময়লার স্তূপ। যতো দিন গড়াচ্ছে, ততোই বড় হচ্ছে স্তূপের আকার; জমে থাকা আবর্জনায়, সংকীর্ণ হয়ে আসছে ফুটপাত। পরিচ্ছন্নতা কর্মীদের ১৪ দিনব্যাপী ধর্মঘটে রীতিমতো ভাগাড়ে পরিণত হয়েছে সুসজ্জিত নগরী প্যারিস।

অবসরের বয়সসীমা বাড়ানোর পরিকল্পনার প্রতিবাদে কর্মবিরতি শুরু করেন পরিচ্ছন্নতাকর্মীরা। বয়সসীমা বাড়ানোর নির্বাহী আইন পাসের পরও অব্যাহত তাদের বিক্ষোভ। জরুরি সেবা বন্ধ থাকায় চরম বিপাকে নগরবাসী। সুগন্ধির জন্য বিখ্যাত শহরে পথ চলতে হচ্ছে নাক চেপে।

শহর প্রশাসন বলছে, শনিবার পর্যন্ত অন্তত ১০ হাজার টন আবর্জনা জমা হয়েছে রাজধানীর বিভিন্ন এলাকায়। ইঁদুর, তেলাপোকা ও নানা পোকামাকড়ের উৎপাত বেড়ে অস্বাস্থ্যকর পরিবেশে দেখা দিয়েছে নানা রোগ ছড়ানোর শঙ্কা। বিকল্প ব্যবস্থা করেও ময়লা সরাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

প্যারিসের টুয়েলভ ডিস্ট্রিক্ট মেয়র ইমানুয়েলে পেরেরে মারি বলেন, শহরের বর্তমান অবস্থা নিয়ে আমরা উদ্বিগ্ন। এই মুহূর্তে ময়লা পরিষ্কারের ক্ষেত্রে আমরা খাবারের মার্কেট, স্কুল, হাসপাতালগুলোকে প্রাধান্য দিচ্ছি। সবকিছু সত্ত্বেও কর্মীদের ধর্মঘটের ডাককে আমরা সম্মান জানাই।

পরিচ্ছন্নতাকর্মীরা ছাড়াও বিতর্কিত অবসর আইন পাসের জেরে কর্মবিরতিতে গেছেন বিমানবন্দর, রেলওয়ে, তেল শোধনাগারসহ বেশ কয়েকটি খাতের কর্মীরা। বিরোধিতা উপেক্ষা করেই, অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, চাকরিজীবীরা চান, বুড়ো হওয়ার আগেই অবসরে যেতে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply