হাথুরুসিংহের সহকারী হতে ১০ আবেদন

|

চন্ডিকা হাথুরুসিংহে দ্বিতীয় মেয়াদে প্রধান কোচ হয়ে বাংলাদেশে আসার পরই তার সহকারী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিল বিসিবি। যার আবেদনের শেষ সময় ছিল, চলতি মাসের ১ তারিখ পর্যন্ত। অবশ্য এর মধ্যে এই পদের জন্য আবেদন করেছেন দশ জন। যেখানে দেশিদের মধ্যে আছেন কেবল একজন।

বাংলাদেশিদের মধ্যে বিসিবির গেম ডেভেলপমেন্ট বিভাগের কোচ মিজানুর রহমান বাবুল হাথুরুর সহকারী হতে আগ্রহ জানিয়েছেন। এরই মধ্যে তার সাক্ষাৎকার নিয়েছে বিসিবির কোচ নিয়োগ কমিটি। সাক্ষাৎকারের সময় টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, হেড অব প্রোগ্রাম ডেভিড মুর ও বিসিবি পরিচালক জালাল ইউনুস উপস্থিত ছিলেন।

এদিকে, ১০ জন থেকে ছয়জনের একটি শর্টলিস্ট করেছিল বিসিবি। সেখান থেকে এখন পর্যন্ত চারজনের সাক্ষাৎকার নিয়েছে বিসিবি। আর বাকি দু’জনের সাক্ষাৎকার আগামী ২৩ মার্চ নেয়া হবে বলে জানিয়েছে বিসিবির কোচ নিয়োগ কমিটি। এরপর সহকারী কোচের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এ বিষয়ে জালাল ইউনুস বলেছেন, যারা আছে, তাদের কিছু শর্ত আছে। তাছাড়া আমাদের দলের চাহিদাও দেখতে হবে। এরপর যাকে যোগ্য মনে হবে, তাকে নেবো। খুব দ্রুতই নেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply