খাগড়াছড়িতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ২ ডিবি পুলিশ সদস্য আহত, আটক ১

|

ফাইল ছবি

স্টাফ করেসপনডেন্ট, খাগড়াছড়ি:

খাগড়াছড়ি সদরের গুগড়াছড়িতে চলমান মাদক বিরোধী অভিযানে মাদক কারবারীদের ছুরিকাঘাতে ডিবি পুলিশের ২ সদস্য আহত হয়েছেন। এ সময় মাদকসহ ১ মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) বিকেলে গুগড়াছড়ি বাজারে পরিচালিত মাদক বিরোধী অভিযানে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, ডিবির উপ-পরিদর্শক নিক্সন চৌধুরী ও কনস্টেবল নাজমুল হোসেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গুগড়াছড়ি বাজারে জেলা ডিবির একটি দল মাদক বিরোধী অভিযানে যায়। এ সময় সেখানে গাঁজা বিক্রির প্রস্তুতি নিচ্ছিলো ৫ মাদক কারবারী। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছুরিকাঘাত করলে এক এসআই ও এক কনস্টেবল আহত হন।

খাগড়াছড়ি সদর সার্কেলের পুলিশ সুপার (অতিরিক্ত) জিনিয়া চাকমা জানান, মাদক বিরোধী অভিযানে গিয়ে ২ পুলিশ সদস্য আহত হয়েছেন। সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply