ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস: বলে-ব্যাটে সেরা এবাদত-মিরাজ

|

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে দলীয় এবং ব্যক্তিগত বেশ কিছু নৈপুণ্য ও অর্জনে ইংল্যান্ডের জন্য ভাস্বর ছিল ২০২২ সাল। এ সময়ে ১০ টেস্টের মধ্যে ৯টিতেই জয়ের সাথে আছে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা এবং নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ হওয়া। ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডস ২০২২’এ ভারতের সঙ্গে তাই দেখা গেছে ইংলিশদের জয়-জয়কার। তবে সেরাদের কাতারে আছে বাংলাদেশের নামও। বর্ষসেরা টেস্ট বোলিং পারফরমেন্সের পুরস্কার পেয়েছেন টাইগার পেসার এবাদত হোসেন। এছাড়া, বর্ষসেরা ওয়ানডে ব্যাটিং পারফরমেন্সের পুরস্কার জয় করেছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

ইএসপিএন ক্রিকইনফো অ্যাওয়ার্ডসের ১৬তম পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৩৬ রানের সিরিজ জয়ী ইনিংস খেলার জন্য সেরা টেস্ট ব্যাটিংয়ের সম্মাননা পেয়েছেন ইংলিশ ব্যাটার জনি বেয়ারস্টো। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে বোলিংয়ের জন্য সংক্ষিপ্ত সংস্করণে সেরা বোলিংয়ের পুরস্কার পেয়েছেন স্যাম কারেন। বর্ষসেরা অধিনায়কের পুরস্কারটি গেছে বেন স্টোকসের ঝুলিতে। এই ক্যাটাগরিতে স্টোকস হারিয়েছেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক জস বাটলার ও মেগ ল্যানিংকে। এছাড়া, বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ইংলিশ ক্রিকেটার হ্যারি ব্রুক।

ছবি: সংগৃহীত

২০২২ সালটি ছিল বাংলাদেশ ক্রিকেটের জন্যও বিভিন্নভাবে গুরুত্বপূর্ণ। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়, দক্ষিণ আফ্রিকা ও ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জয় ছিল উল্লেখযোগ্য। মাউন্ট মঙ্গানুই টেস্টে টাইগারদের জয়ের নায়ক এবাদত হোসেন নেন ৪৬ রানে ৬ উইকেট। এই পারফরমেন্সের জন্য টেস্টে সেরা বোলিংয়ের পুরস্কার পেয়েছেন এবাদত। এছাড়া, মিরপুরে ভারতের বিরুদ্ধে ৮ নম্বরে ব্যাট করতে নেমে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেন মেহেদী হাসান মিরাজ। একই সিরিজে করা ইশান কিষানের ডাবল সেঞ্চুরিকে পেছনে ফেলে সেরা ওয়ানডে ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন মিরাজ।

এই রাতে সবচেয়ে বেশি পুরস্কার গেছে ভারতীয়দের ঘরে। বর্ষসেরা ওয়ানডে বোলিংয়ের পুরস্কার জিতেছেন জাসপ্রিত বুমরাহ। ওভালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ১০ উইকেটের জয়ে বুমরাহ ১৯ রানের বিনিময়ে ৬ উইকেট নিয়েছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাউন্ট মঙ্গানুইয়ে ৫১ বলে অপরাজিত ১১১ রানের ইনিংসের জন্য টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন সুরিয়া কুমার যাদব। ভিরাট কোহলি এই ব্যাটিংকে বলেছিলেন আরও একটি ‘ভিডিও গেম ইনিংস’।

এছাড়া, নারী ক্রিকেটে সেরা ওয়ানডে ব্যাটিংয়ের জন্য অ্যালিসা হিলি এবং সেরা ওয়ানডে বোলিংয়ের পুরস্কার জিতেছেন সোফি এক্লেস্টোন। সেরা টি-টোয়েন্টি ব্যাটিংয়ের পুরস্কার জিতেছেন স্মৃতি মান্ধানা। সেরা টি-টোয়েন্টি বোলিংয়ের পুরস্কার জয় করেছেন রেনুকা সিং।

/এম ই


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply