রুশ গোয়েন্দা সংস্থার দক্ষিণাঞ্চলীয় অফিসে বিস্ফোরণ, নিহত ১

|

ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

রাশিয়ার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এর দক্ষিণাঞ্চলীয় কার্যালয়ে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। খবর ইয়াহু নিউজের।

রুশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাশিয়ার দক্ষিণাঞ্চীয় রোসটভ শহরে এফএসবির কার্যালয়ে হঠাৎ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপরই আগুন ছড়িয়ে পড়ে ভবনটিতে। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটিতে একটি কারখানা ছিল। সেখানে থাকা দাহ্য পদার্থ থেকেও এ বিস্ফোরণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, কৃষ্ণসাগরে মার্কিন ড্রোন ধ্বংস ইস্যুতে রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনার মধ্যেই রহস্যজনক এ বিস্ফোণের ঘটনা ঘটলো।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply