ছবি: সংগৃহীত
প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক টেস্ট অধিনায়ক টিম পেইন। নারী কেলেঙ্কারিতে জাতীয় দলের নেতৃত্ব হারানোর পর তিনি ছিটকে পড়েছিলেন দল থেকেও।
শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার। প্রতিপক্ষের কাছ থেকে গার্ড অব অনার গ্রহণ করেন টিম পেইন।
২০০৫ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে ৯৫টি শেফিল্ড শিল্ড ম্যাচে তাসমানিয়ার প্রতিনিধিত্ব করেছেন এই তারকা ক্রিকেটার। ২৯৬টি ডিসমিসাল দিয়ে ক্যারিয়ার শেষ করে গড়েছেন অনন্য এক রেকর্ড। তাসমানিয়ার হয়ে শেফিল্ড শিল্ডে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ডটি তার। এছাড়া পেইন ব্যাট হাতে করেছেন ৪ হাজার ১’শ ১৪ রান।
আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে লর্ডসে ২০১০ সালে অভিষেক হয়েছিল টিম পেইনের। ৩৫টি টেস্ট খেলেছেন তিনি, যার মধ্যে ২৩টিতেই করেছেন অধিনায়কত্ব। স্যান্ডপেপার্স কেলেঙ্কারিতে ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত টেস্টে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেন পেইন। এরপর এক নারী কেলেঙ্কারিতে অধিনায়কত্ব ও দলের জায়গা হারান তিনি।
/এম ই
Leave a reply