ঠাকুরগাঁওয়ে অটোচালককে হত্যার সন্দেহে গ্রেফতার ১০

|

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রামরাই দিঘি এলাকায় অটোচালক সাইফুল্লাহকে হত‍্যার পর অটো ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত একটি চক্রের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঠাকুরগাঁও পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র কৌশলে ব্যাটারি চালিত রিকশা ছিনতাই করে আসছে। পরবর্তীতে রিকশার প্রকৃত মালিকের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে তা ফেরত দিচ্ছে। এ ঘটনায় একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

পুলিশ তদন্তে জানতে পারে, ইজিবাইক চালক সাইফুল্লাহ ও হরিপুরের ইজিবাইক চালক রাকিবকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ভুট্টা ক্ষেতে ফেলে রাখা হয়েছিল। পরে উভয় ঘটনা একই চক্রের কাজ ধারণা থেকে রাকিবের বাবার নিকট চাঁদা দাবিকারী হিমু নামে একজনকে আটক করা হয়। এর পর থেকেই বেরিয়ে আসে সাইফুল্লাহ হত্যা ও রাকিবের অটো চুরির ঘটনায় জড়িতদের নাম। পরে গ্রেফতারকৃত ১০ জনকে জিজ্ঞাসাবাদে উভয় ঘটনায় তারা জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply