দ্রুততম সময়ে টাই বেঁধে বাংলাদেশি শিক্ষার্থীর গিনেস রেকর্ড

|

দ্রুততম সময়ে টাইয়ের “উইন্ডসর নট” বেঁধে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন এক বাংলাদেশি শিক্ষার্থী। তার নাম মো. সামিন রহমান। সামিন ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) মার্কেটিং বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১৫ মার্চ) গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েব সাইট থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, টাইয়ের “উইন্ডসর নট” বাঁধতে সামিনের সময় লেগেছে ১০.৯২ সেকেন্ড। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আগের রেকর্ডটি ছিল ১২.৮৯ সেকেন্ডের।

টাই বাঁধার জন্য “উইন্ডসর নট” ব্যাপক জনপ্রিয় একটি পদ্ধতি। সামিন রহমান আইইউবিতে পঞ্চম সেমিস্টারে অধ্যয়নরত। ২০২২ সালের আগস্টে তিনি গিনেস রেকর্ডের জন্য অনলাইনে আবেদন করেছিলেন। গত নভেম্বরে সামিনের দাবির স্বপক্ষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার কাছে প্রমাণ চায়।

এরপর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষের ওয়েবসাইটে টাইয়ের “উইন্ডসর নট” বাঁধার ভিডিও আপলোড করেন সামিন। ফেব্রুয়ারিতে গিনেস কর্তৃপক্ষ ইমেইলের মাধ্যমে রেকর্ডের সত্যতা নিশ্চিত করে। এক মাস পরে রেকর্ডের স্বীকৃতিস্বরূপ আনুষ্ঠানিক সনদপত্র হাতে পান সামিন।

এটিএম/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply