বগুড়ায় মাংস প্রক্রিয়াজাত কারখানায় ডাকাতি, গ্রেফতার ৩

|

বগুড়া ব্যুরো:

মাংস প্রক্রিয়াজাত কারখানায় ডাকাতির সঙ্গে জড়িত ৩ জনকে গ্রেফতার করেছে বগুড়া জেলা পুলিশ। ঢাকা ও মানিকগঞ্জ থেকে ডাকাতি হওয়া ৭০ লাখ টাকার যন্ত্রাংশসহ মঙ্গলবার (১৪ মার্চ) তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৫ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী। গ্রেফতারকৃতরা হলো- ফজলুর রহমান, ইকবাল হোসেন ও তোফাজ্জল হোসেন।

পুলিশ জানায়, গত ৬ মার্চ সন্ধ্যার দিকে ৮-৯ জনের একটি ডাকাত দল বগুড়ার শাজাহানপুর এলাকায় নর্দান হ্যাচারিজের মাংস প্রক্রিয়াজাত কারখানায় ডাকাতি করে। তারা অস্ত্রের মুখে কারখানার নিরাপত্তারক্ষী ও কর্মচারীদের জিম্মি করে বেশ কিছু যন্ত্র ও যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। পরে ঢাকার কদমতলী এবং মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় লুণ্ঠিত মালামালও।

পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, এ ঘটনায় যুক্ত বাকি ডাকাতদের গ্রেফতারে অভিযান চলছে ।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply