প্যারিসে দুর্গন্ধের ছড়াছড়ি!

|

সুগন্ধির জন্য বিখ্যাত প্যারিসে এখন দুর্গন্ধের ছড়াছড়ি! রীতিমতো নাকে রুমাল চেপে রাস্তাঘাটে হাঁটছেন ফরাসিরা। খবর এপির।

মূলত, সরকারের পেনশন সংস্কার কর্মসূচির বিরুদ্ধে লাখ-লাখ মানুষ আন্দোলনে নেমেছিলেন। কিন্তু তাতে টনক নড়েনি ইমান্যুয়েল ম্যাকরন প্রশাসনের। অগত্যা বিকল্প পথ বেছে নেন পরিচ্ছন্নতাকর্মীরা। ঘোষণা দেন, সরকার দাবি-দাওয়া না মানা পর্যন্ত পরিষ্কার করবেন না শহরের ডাস্টবিন। সংগ্রহ করবেন না ঘরবাড়ি-প্রতিষ্ঠানের আবর্জনা। ধর্মঘটের কারণে তৈরি হয়েছে এমন পরিস্থিতি।

প্যারিস প্রশাসন জানিয়েছে, রাস্তাঘাটে পাঁচ হাজার ৬০০ টন ময়লার স্তূপ জমেছে। বেড়েছে ইঁদুর-তেলাপোকার উৎপাত। যাতে শুধু ফ্রান্সের রাজধানীই নয়, ভুক্তভোগী নান্তেস-রেনে-লা হাভরে শহরের বাসিন্দারাও। অবসরের বয়সসীমা ৬২ থেকে ৬৪ করার পরিকল্পনা গ্রহণ করেছে ম্যাকরন সরকার। এর ফলে, অবসর ভাতার বাজেটে আনা যাবে কাঁটছাঁট।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply