১০ হাজার কর্মী ছাটাই করলো মেটা, শিগগিরই বন্ধ হচ্ছে ‘রিলস পে’

|

এক ধাক্কায় ১০ হাজার কর্মী ছাটাই করলো ফেসবুক-ইনস্টাগ্রাম-হোয়াটসঅ্যাপের মালিক প্রতিষ্ঠান মেটা। মঙ্গলবার (১৪ মার্চ) এই ঘোষণা আসে। খবর রয়টার্সের।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, প্রতিষ্ঠানের ক্ষতি কাটিয়ে মুনাফা অর্জনে এটা সবশেষ পদক্ষেপ। বললেন, কঠোর হলেও চলতি বছর দক্ষতার ওপর গুরুত্ব দিতেই এ সিদ্ধান্ত। শুধু মোট কর্মশক্তির ১৩ শতাংশ ছাটাই করেই ক্ষান্ত হচ্ছে না মেটা। একইসাথে বাতিল করলো ৫ হাজার নতুন নিয়োগ।

এছাড়া, ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস পে’ কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মেটা। এর ফলে, নিজেদের তৈরি ভিডিওর দর্শক সংখ্যা বেশি হলেও কোনো অর্থ পাবেন না নির্মাতারা। শিগগিরই এ সিদ্ধান্ত কার্যকর হবে, এমনটা জানিয়েছেন জাকারবার্গ।

চলতি বছর ২৩ বিলিয়ন ডলার মুনাফা অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মেটা। সেই লক্ষ্য পূরণেই এসব উদ্যোগ। গত বছরের নভেম্বরেই ১১ হাজার কর্মী ছাটাই করেছিল প্রতিষ্ঠানটি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply