হিলিতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

|

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে চিকিৎসকের অবহেলায় রাহাদ বাবু নামে এক নবজাতক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই ঘটনাটি ঘটে।

নিহত রাহাদ বাবু হিলির মংলাবাজার এলাকার সিয়াবুল রাকিবের ছেলে। এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

রোগীর স্বজনদের অভিযোগ, শিশুটি অসুস্থ হয়ে পড়লে অন্য এক চিকিৎসকের পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন দেয়ার জন্য নিয়ে যাওয়া হয়। এ সময় জরুরি বিভাগে দায়িত্বরত স্বাস্থ্য সহকারী শিশুটিকে না দেখে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে গল্পে মত্ত ছিলেন। এভাবে প্রায় ১ ঘণ্টা সময় অতিবাহিত হয়ে যায়। পরে ভর্তি ফরম লিখে বয়স সাড়ে ৩ মাসের বদলে সাড়ে ৩ বছর উল্লেখ করে উপরে বেডে পাঠিয়ে দেয়। কর্তব্যরত নার্স বাচ্চার বয়স ভুল রয়েছে মর্মে কাগজ ঠিক করতে আবারও নিচে জরুরি বিভাগে পাঠিয়ে দেন। এ সময় জরুরি বিভাগের স্বাস্থ্য সহকারী কাগজ কেড়ে নিয়ে চিকিৎসককে ডেকে নিয়ে আসেন এবং রোগীর অবস্থা খারাপ বলে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বলেন। এ সময় অন্য একজন চিকিৎসক গিয়ে শিশুটি অনেক আগেই মারা গিয়েছে বলে বাসায় নিয়ে যেতে বলেন।

হাসপাতালের চিকিৎসক ডা. মশিউর রহমান বলেন, দুপুর আড়াইটার দিকে শিশুটিকে ভর্তি করানো হয়। শিশুটির অবস্থা খারাপ জেনে চিকিৎসা দেয়া হয়েছে। এখন রোগী যদি না টিকে তাহলে চিকিৎসা আর কাকে দেয়া হবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply