ছবি: সংগৃহীত
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের কথা চিন্তাও করতে পারিনি। আমাদের আশা ছিল আমরা টি-টোয়েন্টিতে অনেক ভালো খেলবো। বিশ্বকাপের সময় থেকেই বলছি এই দলটা ভালো করবে।
ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
তিনি বলেন, আমি আগে থেকেই বলছি এই দলটা টি-টোয়েন্টিতে ভালো করবে। তবে এতো দ্রুত যে ভালো করতে পারবে সেটা কল্পনা করিনি। সবথেকে বেশি ভালো লেগেছে নতুন যাদেরকে সুযোগ দেয়া হচ্ছে তারাই ভালো খেলছে। তারা দলের প্রতি কোনো না কোনোভাবে অবদান রাখছে।
তিনি আরও বলেন, অসাধারণ ফিল্ডিং, সাহস, ভয়ডরহীন খেলা খেলছে তারা। এটিই ভালো লাগছে। হারা জেতাটা বড় কথা না। তবে তারা যেভাবে খেলছে তাতে প্রশংসা করতেই হয়।
বিসিবি সভাপতি লিটন দাস ও শান্ত সম্পর্কে বলেন, বর্তমানে টি-টোয়েন্টির বেস্ট ব্যাটার লিটন দাস অনেক দিন ধরে রান পাচ্ছিল না। এটি নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। আজ সেই দুশ্চিন্তাটাও চলে গেলো। খুব সুন্দর ব্যাটিং করেছে। আর সবথেকে ভালো লেগেছে শান্তর ধারবাহিকতায়। প্রতিটা খেলায় সে যেভাবে রান করেছে আমরা এটি সাধারণত দেখি না।
/এনএএস
Leave a reply