ঢাবিতে তিন কিলোমিটার সড়কজুড়ে ‘পাই’ এর মান

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন কিলোমিটারের বেশি সড়কজুড়ে পাই লিখন কর্মসূচি। সোমবার মধ্যরাতে গণিত ভবনের সামনে থেকে টিএসসি, ফুলার রোড, দোয়েল চত্বর, ভিসি চত্বরসহ বেশকয়েটি সড়কে পাইয়ের মান লেখা হয়।

এই আয়োজনের সমন্বয়ক ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শওকাত আলী বলেছেন, সড়কে দীর্ঘতম পাইয়ের মান অংকনের মাধ্যমে গিনেস বুক অব ওয়ার্লড রেকর্ডসে নাম লেখানোর জন্য এই আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক পাই দিবস ও গণিত দিবস পালনের জন্য এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশের মানুষের গণিতের প্রতি ভালোবাসা প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশে এই আয়োজন প্রথমবারের মতো করা হয়েছে উল্লেখ করে আয়োজকরা বলেন, গণিতের প্রতি শিক্ষার্থীদের ভীতি দূর করতেই এই আয়োজন ভালো ভূমিকা রাখবে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply