ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাইকিং করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

|

স্থানীয়দের সাথে ইসলামী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় ঝিনাইদহের শৈলকূপা থানায় একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মঙ্গলবার (১৪ মার্চ) ক্যাম্পাসে মাইকিং করে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়।

এরআগে সোমবার (১৩ মার্চ) বিকেলে ক্যাম্পাস সংলগ্ন এলাকার ইবির দুই শিক্ষার্থী বহিরাগতদের হামলার শিকার হওয়ার অভিযোগ এনে সন্ধ্যায় কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীরা।

মামলার বিষয়ে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, এ মামলায় ইতোমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলমান রয়েছে।

এএআর/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply